Wednesday, November 21, 2012

Surah Al-Kafirun - Ayahs_1-6

109) সূরা কাফিরুন (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 6

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
(1
বলুন, হে কাফেরকূল,
Say (O Muhammad (Peace be upon him)to these Mushrikun and Kafirun): "O Al-Kafirun (disbelievers in Allah, in His Oneness, in His Angels, in His Books, in His Messengers, in the Day of Resurrection, and in Al-Qadar, etc.)!
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
(2
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
"I worship not that which you worship,
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
(3
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
"Nor will you worship that which I worship.
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
(4
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
"And I shall not worship that which you are worshipping.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
(5
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
"Nor will you worship that which I worship.
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
(6
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
"To you be your religion, and to me my religion (Islamic Monotheism)."

No comments:

Post a Comment