74) সূরা আল মুদ্দাসসির (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 56
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
(1
হে চাদরাবৃত!
O you (Muhammad SAW) enveloped (in garments)!
قُمْ فَأَنذِرْ
(2
উঠুন, সতর্ক করুন,
Arise and warn!
وَرَبَّكَ فَكَبِّرْ
(3
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
And your Lord (Allah) magnify!
وَثِيَابَكَ فَطَهِّرْ
(4
আপন পোশাক পবিত্র করুন
And your garments purify!
وَالرُّجْزَ فَاهْجُرْ
(5
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
And keep away from Ar-Rujz (the idols)!
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
(6
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
And give not a thing in order to have more (or consider not your deeds of Allah's obedience as a favour to Allah).
وَلِرَبِّكَ فَاصْبِرْ
(7
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
And be patient for the sake of your Lord (i.e. perform your duty to Allah)!
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
(8
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
Then, when the Trumpet is sounded (i.e. its second blowing);
فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
(9
সেদিন হবে কঠিন দিন,
Truly, that Day will be a Hard Day.
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
(10
কাফেরদের জন্যে এটা সহজ নয়।
Far from easy for the disbelievers.
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
(11
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
Leave Me Alone (to deal) with whom I created Alone (without any means, i.e. Al-Walid bin Al-Mughirah Al-Makhzumi)!
وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا
(12
আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।
And then granted him resources in abundance.
وَبَنِينَ شُهُودًا
(13
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
And children to be by his side!
وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
(14
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
And made life smooth and comfortable for him!
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
(15
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
After all that he desires that I should give more;