74) সূরা আল মুদ্দাসসির (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 56
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
كَلَّا إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
(16
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
Nay! Verily, he has been stubborn and opposing Our Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.).
سَأُرْهِقُهُ صَعُودًا
(17
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
I shall oblige him to (climb a slippery mountain in the Hell-fire called As-Sa'ud, or to) face a severe torment!
إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
(18
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
Verily, he thought and plotted;
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
(19
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
So let him be cursed! How he plotted!
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
(20
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
And once more let him be cursed, how he plotted!
ثُمَّ نَظَرَ
(21
সে আবার দৃষ্টিপাত করেছে,
Then he thought;
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
(22
অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
Then he frowned and he looked in a bad tempered way;
ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
(23
অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
Then he turned back and was proud;
فَقَالَ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
(24
এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
Then he said: "This is nothing but magic from that of old;
إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
(25
এতো মানুষের উক্তি বৈ নয়।
"This is nothing but the word of a human being!"
سَأُصْلِيهِ سَقَرَ
(26
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
I will cast him into Hell-fire
وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
(27
আপনি কি বুঝলেন অগ্নি কি?
And what will make you know exactly what Hell-fire is?
لَا تُبْقِي وَلَا تَذَرُ
(28
এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
It spares not (any sinner), nor does it leave (anything unburnt)!
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
(29
মানুষকে দগ্ধ করবে।
Burning the skins!
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
(30
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
Over it are nineteen (angels as guardians and keepers of Hell).
No comments:
Post a Comment