Wednesday, November 21, 2012

Surah Al-Mursalat - Ayahs_16-30

77) সূরা আল মুরসালাত (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 50

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
(16
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
Did We not destroy the ancients?
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
(17
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
So shall We make later generations to follow them.
كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
(18
অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
Thus do We deal with the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals, etc.)!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(19
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاء مَّهِينٍ
(20
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
Did We not create you from a worthless water (semen, etc.)?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ
(21
অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
Then We placed it in a place of safety (womb),
إِلَى قَدَرٍ مَّعْلُومٍ
(22
এক নির্দিষ্টকাল পর্যন্ত,
For a known period (determined by gestation)?
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
(23
অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
So We did measure, and We are the Best to measure (the things).
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(24
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
(25
আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
Have We not made the earth a receptacle?
أَحْيَاء وَأَمْوَاتًا
(26
জীবিত ও মৃতদেরকে?
For the living and the dead.
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاء فُرَاتًا
(27
আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
And have placed therein firm, and tall mountains; and have given you to drink sweet water?
وَيْلٌ يوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(28
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
انطَلِقُوا إِلَى مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ
(29
চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
(It will be said to the disbelievers): "Depart you to that which you used to deny!
انطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
(30
চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
"Depart you to a shadow (of Hell-fire smoke ascending) in three columns,

No comments:

Post a Comment