Thursday, November 22, 2012

Surah Al-Hijr - Ayahs_61-75

15) সূরা হিজর (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 99

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
فَلَمَّا جَاء آلَ لُوطٍ الْمُرْسَلُونَ
(61
অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল।
Then, when the Messengers (the angels) came unto the family of Lout (Lot).
قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ
(62
তিনি বললেনঃ তোমরা তো অপরিচিত লোক।
He said: "Verily! You are people unknown to me."
قَالُواْ بَلْ جِئْنَاكَ بِمَا كَانُواْ فِيهِ يَمْتَرُونَ
(63
তারা বললঃ না বরং আমরা আপনার কাছে ঐ বস্তু নিয়ে এসেছি, যে সম্পর্কে তারা বিবাদ করত।
They said: "Nay, we have come to you with that (torment) which they have been doubting.
وَأَتَيْنَاكَ بَالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ
(64
এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী।
"And we have brought to you the truth (the news of the destruction of your nation) and certainly, we tell the truth.
فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلاَ يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُواْ حَيْثُ تُؤْمَرُونَ
(65
অতএব আপনি শেষরাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান।
"Then travel in a part of the night with your family, and you go behind them in the rear, and let no one amongst you look back, but go on to where you are ordered."
وَقَضَيْنَا إِلَيْهِ ذَلِكَ الأَمْرَ أَنَّ دَابِرَ هَؤُلاء مَقْطُوعٌ مُّصْبِحِينَ
(66
আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে।
And We made known this decree to him, that the root of those (sinners) was to be cut off in the early morning.
وَجَاء أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
(67
শহরবাসীরা আনন্দ-উল্লাস করতে করতে পৌছল।
And the inhabitants of the city came rejoicing (at the news of the young men's arrival).
قَالَ إِنَّ هَؤُلاء ضَيْفِي فَلاَ تَفْضَحُونِ
(68
লূত বললেনঃ তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্ছিত করো না।
[Lout (Lot)] said: "Verily! these are my guests, so shame me not.
وَاتَّقُوا اللّهَ وَلاَ تُخْزُونِ
(69
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার ইযযত নষ্ট করো না।
"And fear Allah and disgrace me not."
قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ
(70
তার বললঃ আমরা কি আপনাকে জগৎদ্বাসীর সমর্থন করতে নিষেধ করিনি।
They (people of the city) said: "Did we not forbid you to entertain (or protect) any of the 'Alamin (people, foreigners, strangers, etc. from us)?"
قَالَ هَؤُلاء بَنَاتِي إِن كُنتُمْ فَاعِلِينَ
(71
তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।
[Lout (Lot)] said: "These (the girls of the nation) are my daughters (to marry lawfully), if you must act (so)."
لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
(72
আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
Verily, by your life (O Muhammad SAW), in their wild intoxication, they were wandering blindly.
فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
(73
অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
So As-Saihah (torment - awful cry, etc.) overtook them at the time of sunrise;
فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
(74
অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।
And We turned (the towns of Sodom in Palestine) upside down and rained down on them stones of baked clay.
إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ
(75
নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
Surely! In this are signs, for those who see (or understand or learn the lessons from the Signs of Allah).

No comments:

Post a Comment